GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

কালাম-ই আল্লাহ ছিলেন। ইউহোন্না ১:১-১৮


নোট ঃ (ক) যদি আপনার কিতাব অধ্যয়নের দলে এমন কেউ থাকেন যিনি এখনও কিতাবুল মোকাদ্দস সম্বন্ধে যথেষ্ট জানেননা, তাহলে আমাদের পরামর্শ হল, আপনি এই অধ্যয়ন দিয়ে প্রথমে শুরু করবেন না। এটি নতুন ঈমানদারদের জন্য বেশ কঠিন। (খ) বন্ধনী চিহ্নের মধ্যের প্রশ্নগুলি তখনই করা উচিৎ যখন কেউ আগের প্রশ্নটির উত্তর দিতে পারবে না।

১. কালাম ( ১-৩, ১৪)
 • এই চারটি আয়াত এর অর্থ আপনি নিজের ভাষায় ব্যাখ্যা করুন।
 • যখন দুজন ব্যক্তি একে অন্যের সাথে সহভাগিতা বিনিময় করে তখন সেখানে 'কালাম' কি গুরুত্ব বহন করে ?
 • কেন ঈসায়ী ঈমানে 'কালাম' সবচয়ে, এমনকি অভিজ্ঞতার চেয়েও গুরুত্বপূর্ণ ?
 • যদি আমাদের মধ্যে আল্লাহর কালাম না থাকে, তাহলে আমরা কিভাবে আল্লাহকে জানতে পারি ?
 • কেন ঈসা মশীহকে আল্লাহর কালাম বা কালেমাতুল্লাহ বলা হয়?

  ২. নূর (আয়াত ৪-১০)
 • ৪-৫ আয়াতের মানে কি?
 • নূরের মধ্যে এমন কি আছে যা ঈসা (আঃ)-র সাথে মিল আছে ?
 • 'অন্ধকার নূরকে জয়কে করতে পারেনি'- একথার অর্থ কি ? (আয়াত ৫ এবং এই অধ্যয়নের শেষে দেয়া সারাংশ দেখুন)
 • যদিও ঈসা অন্ধকারের মধ্যে নূরের মত জ্বলছিলেন তবুও দুনিয়ার মানুষ কেন তাকে চিনতে পারেনি? (১০ আয়াত)

  ৩. তরিকাবন্দিদাতা ইয়াহিয়া (আয়াত ৬-৮)
 • উপরের আয়াত অনুসারে হজরত ইয়াহিয়ার ভূমিকা কি ছিল ?
 • তরিকাবন্দীদাতা ইয়াহিয়া নিজে যে সেই নূর ছিলেন না, একথা বলার অর্থ কি?
 • হজরত ইয়াহিয়া কিভাবে নিজেকে এত নম্র রাখতে পারলেন যে তিনি নিজেকে 'নূর' হিসাবে দাবী করার কোন চেষ্টা করলেন না ?
 • আল্লাহর রাজ্যে হজরত ইয়াহিয়ার ভুমিকা এবং আপনার নিজের ভূমিকা সম্বন্ধে তুলনা করুন।

  ৪. দুনিয়া এবং আল্লাহর সন্তানেরা (৯-১৩)
 • উল্লেখিত আয়াত অনুসারে 'দুনিয়া' কেমন জায়গা ?
 • কিতাবের এই অংশ অনুসারে কিভাবে একজন ব্যক্তি আল্লাহর সন্তান হতে পারে ? ( কোন ব্যক্তি কেন স্বাভাবিক নিয়ম অনুসারে জন্ম হবার মধ্য দিয়ে আল্লাহর সন্তান হয় না ?)
 • আপনি কি ইতোমধ্যেই আল্লাহর সন্তান হয়েছেন ? যদি হয়ে থাকেন, তাহলে কিভাবে? ( আপনি এখানে নিজ সাক্ষ্য তুলে ধরতে পারেন)

  ৫. হজরত ইয়াহিয়ার সাক্ষ্য (১৫-১৮)
 • তরিকাবন্দীদাতা ইয়াহিয়া ঈসা মশীহের সম্বন্ধে কি সাক্ষ্য দিয়েছেন তা নিজের ভাষায় বলুন।
 • আপনি কি এই সাক্ষ্য বহন করতে পারেন যে ১৬ আয়াতটি আপনার জীবনেও সত্য?
 • ইউহোন্না কিতাব অনুসারে, একমাত্র কিভাবে আমরা আল্লাহকে জানতে পারি ?
 • ইহুদী , মুসলমান ও খ্রীষ্টান সবার একই আল্লাহ, কিতাবের এই অংশের আলোকে এই দাবী সম্বন্ধে আপনি কি মনে করেন ?
  সুখবর : হজরত ঈসা ও কালাম এক এবং অভিন্ন। আপনি যদি পাক কিতাবের কালাম আপনার জীবনে গ্রহণ করেন, তাহলে আপনি ঈসাকেই গ্রহণ করেন। আপনি যদি কিতাবুল মোকাদ্দসকে প্রত্যাখান করেন তাহলে আপনি ঈসাকেই প্রত্যাখান করবেন। ঈসা মশীহের কালাম হলো নূর, যা এমনকি এখনও আপনার অন্ধকার জীবনে আলো জ্বেলে দেয়। আপনি শুধুমাত্র এই কালাম থেকেই 'রহমতের উপর রহমত' লাভ করতে পারেন।

  Version for printing    
  Downloads    
  Contact us    
  Web-master