GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

৫.ফরিশী এবং ব্রোঞ্জের সাপ (ইউহোন্না ৩:১-১৬)


পটভূমি ঃ যদিও নীকদীম ধমর্ীয় বিষয়ে একজন তথাকথিত নামধারী ছিলেন, তবুও অদেখা আল্লাহর রাজ্যে তিনি কখনও প্রবেশ করেননি। এটি একটি আশ্চর্যের বিষয় ছিল যে নীকদীম এ বিষয়ে ঈসা মশীহের সাথে আলোচনা করতে এসেছিলেন যিনি তার চেয়ে বয়সে অনেক ছোট এমনকি শিক্ষা ও সামাজিক মর্যাদায় তার সমপর্যায়ের ছিলেন না। নীকদীম ইস্রায়েলের মহাসভার সদস্য ছিলেন যা বর্তমান সময়ের সংসদ সদস্যদের পর্যায়ে পড়ে।

১. এই অংশ থেকে আপনি নীকদীমের চরিত্রের দূর্বল ও মজবুত কি কি দিক দেখতে পান? (দিনের বেলায় না এসে রাতের বেলায় ঈসার সাথে দেখা করতে আসার মধ্য দিয়ে এখানে নীকদীমের সম্পর্কে কি ধারণা প্রকাশ পায় ?)
 • নীকদীম কি বিষয়ে ঈসা মশীহের সাথে কথা বলতে এসেছিলেন ?
  ২. মাবুদ আল্লাহর উপর সারা জীবন ঈমান থাকা সত্ত্বেও কেন নীকদীমের জীবনে নাজাতের নিশ্চয়তা ছিল না ?
 • কি কি কারণে আমরাও সেই অনিশ্চয়তার মধ্যে পড়তে পারি ?
  ৩. এখানে আমরা দেখতে পাই যে ঈসা মশীহ একটি কথা ব্যবহার করেছেন 'নতুন করে জন্ম হওয়া '। কেউ যদি আবার নতুন করে জন্ম নেয় তাহলে তার কি পরিবর্তন ঘটবে (৩-৮)?
 • মানুষকে 'রূহে এবং পানিতে' জন্মগ্রহণ করতে হবে, এ কথা কি অর্থ হতে পারে ?
  ৪. নীকদীম ঈসা মশীহকে জিজ্ঞাসা করলেন, ' এ (নতুন করে জন্ম হওয়া) কেমন করে হতে পারে (৯)? ঈসা(আঃ) এর উত্তরে কি বলেছিলেন তা আপনি নিজের ভাষায় ব্যাখ্যা করুন (১০-১৬ আয়াত)।
  ৫. নতুন জন্মের ব্যাখ্যা দিতে গিয়ে ঈসা আল মশীহ বনি ইস্রায়েলীয়দের মরুভূমিতে হিজরতের দৃষ্টান্ত ব্যবহার করেছেন। ঐ ঘটনায় মানুষকে তাদের গোনাহের শাস্তি দেবার জন্য মাবুদ আল্লাহ এক বিষাক্ত সাপ পাঠিয়েছিলেন। পরবতর্ীতে তিনি এই সাপের বিষ থেকে রক্ষার জন্য একটি উপায়ও দিয়েছিলেন। যে কেউ হজরত মুসা (আঃ)-র মাধ্যমে স্থাপন করা একটি ব্রোঞ্জের সাপের দিকে তাকাতো, সে মৃতু্যর হাত থেকে রক্ষা পেত। (শুমারী ২১: ৪-৯)। ঈসা মশীহের ক্রুশে মৃতু্যবরণের সাথে সেই ঘটনার কি মিল রয়েছে? যত বেশী সম্ভব মিলগুলো খুঁজে বের করুন (১৩-১৬)।
  ৬. যে সমস্ত লোকেরা বিশ্বাস করে সেদিন ব্রোঞ্জের সাপের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছিল তাদের কি হয়েছিল ?
 • পাক কিতাব আমাদের এই কথা বলে যে সেদিন অনেক লোক মৃতু্যবরণ করেছিল। কেন অনেক লোকেরা সেদিন আল্লাহর দেয়া চিকিৎসার উপর বিশ্বাস করেনি ?
 • কিতাবুল মোকাদ্দসের এই ঘটনার সাথে নতুন করে জন্ম নেওয়ার কি মিল রয়েছে ?
  ৭. কিতাবুল মোকাদ্দস এ প্রায় সবসময়ই সাপকে শয়তানের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। আপনার কি মনে হয়, কেন ঈসা মশীহ নিজেকে ও সাপকে একই জায়গায় দাঁড় করিয়েছেন ?
  ৮. নতুন জন্ম সম্বন্ধে ১৬ আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয় ?
  ৯. (যদি সময় থাকে) নতুন জন্ম সম্বন্ধে আপনার মধ্যে কি কি ধরনের ভুল ধারনা বা উদ্বেগ রয়েছে ? এই অংশের আলোকে তা আলোচনা করুন।

  সুখবর : আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন যে তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন। তাই যদি আপনি সেই পুত্রের উপর ঈমান আনেন তাহলে বিনষ্ট হবেন না কিন্তু আখেরী জীবন পাবেন।


  Version for printing    
  Downloads    
  Contact us    
  Web-master