GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

৬. জীবন্ত পানি (ইউহোন্না ৪:৫-১৯)


পটভূমি ঃ সামেরীয়রা ছিল মিশ্র জাতি এবং সে জন্য ইহুদিরা তাদেরকে অবজ্ঞার চোখে দেখতো। এই অংশে উল্লেখিত মহিলার বয়স যদি তখন প্রায় ত্রিশের কাছাকাছি হয়, তাহলে এর মানে এই দাঁড়ায় যে, প্রতি একবছর পর পর সে তার জীবনসঙ্গী পরিবর্তন করেছে।
১. কেন শূখর এলাকার এই মহিলা তাদের সামাজিক রীতি অনুসারে সন্ধ্যার সময় না গিয়ে দুপুরবেলায় পানি আনতে গিয়েছিল ? (প্রতিদিন একা পানি আনার সময় মহিলাটির কেমন লাগতো বলে আপনার মনে হয়?)
 • এই মহিলা তার সঙ্গে কাকে রাখতে পারতো ?
 • ভবিষ্যত সম্পর্কে কি ধরণের প্রত্যাশা ও ভয় সে জমা করে রেখেছিল ?
  ২. কোনটা কঠিন : পরপর পাঁচজন প্রেমিককে ফেলে চলে যাওয়া, অথবা পরপর পাঁচবার পরিত্যক্ত হওয়া? আপনার ধারণাগুলি বলুন।
 • আপনার কি মনে হয় ষষ্ঠবারের মত তার নতুন সম্পর্ক তৈরী হয়েছিল, এবং এবারও একজন বিবাহিত লোকের সাথে ?
 • গ্রামের কিছু ছেলেমেয়েদের পিতাকে গোপনে লাভ করার বিষয়টিকে মহিলাটি কিভাবে ন্যায়সঙ্গতভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো ?
  ৩. এই মহিলাটির নিজের সম্পর্কে, পুরুষদের সম্পর্কে কিম্বা প্রেম সম্পর্কে কি ধারণা ছিল বলে আপনার মনে হয় ?
  ৪. ইহুদি পুরুষেরা কখনই মহিলাদের সাথে প্রকাশ্যে কথা বলতো না, এমনকি একজন আরেকজনের সাথে একাকী কথাও বলতো না। সেক্ষেত্রে হজরত ঈসা মশীহ কেন কোন গুজব বাসমালোচনার ভয় করলেন না ?
 • কেন ঈসা মশীহ একটা সাহায্য চাওয়ার মধ্য দিয়ে তার সাথে আলাপ শুরু করেছিলেন(৭)?
  ৫. কোন দিক দিয়ে ১০ আয়াতে উল্লেখিত ঈসা(আঃ) এর কথা মহিলাটি ভুল বুঝেছিল ?
 • এই মহিলা কিসের জন্য পিপাসা ছিল ?
 • আপনার ব্যক্তিগত জীবনে আপনি কিসের জন্য পিপাসিত ? (উত্তর দেবার জন্য প্রস্তুত থাকুন)
  ৬. ঈসা মশীহ নিজেই আপনার সাথে কথা বলেছেন এমনভাবে ১৪ আয়াতটি পড়ুন। আপনার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই কথার তাৎপর্য কি ?
 • যার অন্তরে জীবন্ত পানির ফোয়ারা রয়েছে সে কেমন ব্যক্তি ?
  ৭. 'তবে যাও, তোমার স্বামীকে এখানে ডেকে আন' - কেন এই কথা বলে তিনি মহিলার অনুরোধের উত্তর দিলেন ? (১৫-১৬)
 • ১৬ ও ১৭ আয়াতের কথা না বলে যদি হযরত ঈসা মহিলাটিকে সরাসরি ১৮ আয়াতের কথাগুলো বলতেন তাহলে কেমন হতো ?
 • জীবন্ত পানি দেবার আগে কেন মশীহ ঈসা আমাদের গুনাহ্গুলো দেখিয়ে দিতে চান?
  ৮. মহিলাটি যখন বুঝতে পারলো যে ঈসা (আঃ) তার জীবনের সমস্ত ঘটনা জানেন, তখন তার কেমন লেগেছিল বলে আপনার মনে হয়?
 • মহিলাটি কেমন করে বুঝতে পারলো যে ঈসা মশীহ তাকে ঘৃণা না করে বরং তার প্রতি আরো যত্ন নিচ্ছেন ?
  ৯. এর পরবতর্ী আলোচনায় আমরা দেখতে পাই যে, ঈসা এই মহিলার কাছে প্রকাশ করলেন যে, তিনিই সেই মশীহ। এই তথ্য তিনি অনেকের কাছেই গোপন রেখেছিলেন। কেন তিনি এই মহিলার কাছে তা প্রকাশ করেছিলেন বলে আপনার মনে হয় ?
  ১০. ২৮-৩০ আয়াত পড়ুন। ঈসা মশীহের কাছে থেকে জীবন্ত পানি পাওয়ার পর মহিলাটির জীবনে বাস্তবে কি ফল দেখতে পাওয়া গিয়েছিল ? (নিজের গুনাহ্ সম্পর্কে তার মনোভাব কিভাবে পরিবর্তিত হলো, গ্রামের সাথে তার কেমন সম্পর্ক হলো ?)

  সুখবর : ক্রুশের উপর থেকে ঈসা মশীহ বলেছিলেন ' আমার পিপাসা পেয়েছে'(ইউহোন্না ১৯ঃ২৮)। এই জীবন্ত পানি যার কাছ থেকে এসেছে সেই ঈসাকে এসময় দেহে ও রুহে তীব্র পিপাসায় ভোগার অভিজ্ঞতা লাভ করতে হয়েছিল। একারণেই এই জীবন্ত পানির জন্য তাঁকে মূল্য দিতে হয়েছিল যা তিনি আজও আমাদেরকে দিতে চান।

  Version for printing    
  Downloads    
  Contact us    
  Web-master