GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

১৩\\ একজন চাষীর গল্প (লুক ৮:৪-১৫)



(চাষীর গল্পটি ছিল ইসা মসিহের বলা প্রথম গল্প৷ এটি ছিল তাঁর তিনবছরের তবলিগে একপ্রকার পূর্বসূচি)৷

(১) ইসা মসিহ্ কেন বীজের সঙ্গে আল্লাহর কালামের তুলনা করেছিলেন? এর সাদৃশ্যগুলো বের করুন৷
  • ইসা এই গল্পে তাঁর পরবতর্ী তবলিগ সম্পর্কে কী বলতে চেয়েছেন?

    (২) বাস্তবে কীভাবে ইবলিস বা শয়তান আল্লাহ্তা'লার কালাম আমাদের অন্তর থেকে তলে নিয়ে যায় (৫, ১২)?
  • ১২ আয়াতে উল্লেখিত প্রতিবন্ধকতাগুলোকে আমাদের জীবন থেকে কীভাবে দূর করতে পারি?

    (৩) ৬ এবং ১৩ আয়াত দেখুন৷ কোন্ ধরনের পরীক্ষা একজন ব্যক্তিকে ইমান থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে?
  • ১৩ আয়াত অনুসারে যারা আল্লাহর কালাম শুনে আনন্দের সাথে গ্রহণ করে, তারা কারা?
  • কোন ইমানদারের 'শেকড়' না-থাকা বলতে ইসা মসিহ্ কী বুঝিয়েছেন?

    (৪) কীভাবে 'সংসারের চিন্তা-ভাবনা, ধনসম্পত্তি এবং সুখভোগের' মধ্যে আল্লাহর কালাম চাপা পড়ে যায় (৭, ১৪)?
  • একজন ইমানদারের জন্য দরিদ্রতার চেয়ে ধন কেন অপেক্ষাকৃত বড় সমস্যা হয়ে দাঁড়ায়?
  • যখন আমরা বুঝতে পারি যে, সংসারের চিন্তাভাবনা, ধনসম্পত্তি এবং সুখভোগ আমাদেরকে আল্লাহর কালাম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, তখন আমাদের কী করা উচিত?

    (৫) খারাপ জমি কীভাবে ভাল জমিতে পরিণত হতে পারে (৮, ১৫)?
  • মানুষের জীবনে ফল ধরানোর ক্ষেত্রে শর্তগুলো কী কী?

    (৬) এই মুহূর্তে চারটি জমির মধ্যে কোন্ জমিটি আপনার অন্তরের জন্য সবচেয়ে উপযুক্ত?

    (৭) এক'শ গুণ ফসল দিয়ে ইসা মসিহ্ কী বুঝিয়েছেন (৮)?
  • কেন অনেক ইমানদার তাদের জীবনে রাতারাতি 'ফসল' ফলাতে চায়?

    (৮) তবলিগ সম্পর্কে এই গল্প আমাদেরকে কী শিক্ষা দেয়?

    (৯) কিতাবুল মোকাদ্দসে ইসা মসিহ্ হলেন আল্লাহ্তা'লার কালাম (ইউহোন্না ১:১ আয়াত পড়ে নিতে পারেন)৷ ইসা মসিহ্ এবং (গল্পের) বীজের মধ্যে সাদৃশ্যগুলো কী কী?

    ইসা মসিহ্ পৃথিবীতে তাঁর জীবনের শেষ রাতে এই কথাগুলো বলেছিলেন-"ইব্নে-আদমের মহিমা প্রকাশিত হবার সময় এসেছে৷ আমি তোমাদের সত্যই বলছি, গমের বীজ মাটিতে পড়ে যদি না-মরে তবে একটাই বীজ থাকে, কিন্তু যদি মরে, তবে প্রচুর ফসল জন্মায়৷ . তাঁর কী রকমের মৃতু্য হবে তা বুঝাবার জন্য তিনি এই কথা বললেন (ইউহোন্না ১২:২৩-৩৩)৷" তদ্রূপ এই গল্পের বীজ বলতে সলিবের ওপর আল্লাহ্তা'লার কালাম ছাড়া আর কিছুই বুঝানো হয় নি৷
    ব্যক্তিগত অভিমতঃ তারিখঃ

    Version for printing    
    Downloads    
    Contact us    
    Web-master