GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

১৩. একজন আধা ঈমানদার ( ৯ঃ ১৪-২৯)


পটভূমি ঃ একজন ব্যক্তি যার সাথে মন্দ বা খারাপ রুহ্ আছে তাকে ভূতগ্রস্ত বলা হয়। কিছু কিছু মানসিক রোগ যেমন মৃগী রোগ থেকে এটি ভিন্ন ধরণের। একটি মন্দ রুহ্ কখনই একজন ঈসায়ী ঈমানদার যে তরিকাবন্দী নিয়েছে তার মধ্যে বাস করতে পারে না।কারণ ইতোমধ্যেই পাক রুহ্ তার হৃদয়ে বাস করতে শুরু করেছেন। লুক সিপারা অনুসারে, এই পাঠ্যাংশের ছেলেটি বাবা মায়ের একমাত্র সন্তান ছিল (লূক ৯ঃ ৩৮)।
১. যে পিতার সন্তান ভূতগ্রস্ত হয়েছিল তার প্রতিদিনের জীবন সম্বন্ধে চিন্তা করুন (১৭-১৮, ২০-২২)। ( পিতামাতা, প্রতিবেশী ও আল্লাহ সাথে তাদের সম্পর্কেব বিষয় বিবেচনা করুন ; এছাড়া ভবিষ্যত নিয়ে ভাবনা, ছেলেটির চিকিৎসার উদ্যোগ ইত্যাদি নিয়েও চিন্তা করুন।)
  • ছেলেটির বন্ধুবান্ধবদের সাথে তার জীবনের তুলনা করুন।
    ২. ১৪-১৮ আয়াতে উল্লেখিত অবস্থার সময়ে তার পিতার জন্য কি বিষয় সম্ভবত কঠিন ছিল ?
    ৩. অবিশ্বাসী লোকদের সামনে যখন তিনি কথা বলছিলেন তখন তিনি কাদের কথা উল্লেখ করেছেন যাদেরকে ধৈর্য ধরে সহ্য করা কঠিন ছিল ?
  • বিশেষতঃ এই অবস্থার পরিপ্রেক্ষিতে কেন লোকদের অবিশ্বাস এর সামনে ঈসা মশীহের দাঁড়িয়ে থাকা কঠিন ছিল ?
    ৪. কেন ছেলেটির বাবা এই ঘটনার সাথে সমর্্পক্ত হয়ে নিজেই সাহায্যের জন্য কাঁদছিলেন : ' আমাদের প্রতি দয়া করুন এবং সাহায্য করুন।'
    ৫. ২৩ আয়াতে ঈসা মশীহ ছেলেটির বাবার কাছ থেকে অটল ঈমান আশা করছিলেন ? কেন তা করছিলেন ?
  • যখন আপনি দূর্দশাগ্রস্ত, তখন যদি কেউ একজন আপনার কাছ থেকে প্রকৃত ঈমান আশা করে তখন আপনার কেমন অনুভব হবে ?
    ৬. ২৪ আয়াত এর কথাগুলো যখন চিৎকার করে ছেলেটির বাবা বলছিলেন তখন তিনি কি বিশ্বাস করেছিলেন এবং কি অবিশ্বাস করেছিলেন ?
  • আপনার কোন একজন প্রিয়পাত্রের সমস্যার জন্য যখন আপনি ঈসা মশীহের কাছে মোনাজাত করেন তখন আপনি কি বিশ্বাস করেন এবং কি অবিশ্বাস করেন ?
    ৭. এই সাহায্যে জন্য আকুতি কি এটি প্রমাণ করে যে এই পিতার ইতোমধ্যে নাজাতের ঈমান ছিল অথবা না ?আপনার কারণগুলি বলুন।
  • আপনার কি মনে হয় কখন এই পিতা ঈসা মশীহের উপর ঈমান আনলেন ? বিভিন্ন সম্ভাব্যতা আলোচনা করুন।
    ৮. যদিওবা এই পিতা বা সন্তানের কারোরই অটল বিশ্বাস ছিল না, তবুও কেন ঈসা এই পরিবারটিকে সাহায্য করলেন ?
  • কার ঈমানের কারণে এই কেরামতী কাজ ঘটেছিল ?
  • ঈসা মশীহ যেন আমাদের কোন প্রিয়জনের কষ্টের সময়ে সাহায্য করতে পারেন তার জন্য আপনার কতখানি ঈমান রাখা প্রয়োজন ?
    ৯. ছেলেটি যখন মাটিতে মরার মত পড়েছিল তখন তার বাবা সম্ভবত ভেবেছিল যে তার ছেলে মারা গেছে (২৬)। ঈসা মশীহ সাহায্য করার পূর্বে কেন ছেলেটি তীব্র যন্ত্রণার অভিজ্ঞতা লাভ করেছিল ? ( ঈসা মশীহের কাছে সাহায্য চাইবার সাথে সাথে যদি তা পেয়ে যেতেন তাহলে তার বাবা কি শিখতে ব্যর্থ হতেন ?)
  • কেন ঈসা মশীহ কোন কোন সময় তাঁর মধ্যস্থতার পূর্বে আমাদের নিরাশাগ্রস্ত পরিস্থিতির শেষ দেখতে চান ? (যদি তিনি তাৎক্ষণিক আপনাকে সাহায্য করেন, তাহলে আপনি কি শিখতে ব্যর্থ হবেন ?)
    ১০. 'ঈসা কিন্তু তার হাত ধরে তুললে পর সে উঠে দাঁড়ালো'- আপনি যে লোকটির সম্বন্ধে চিন্তিত তার নাম এই বাক্যের মধ্যে বসান। আপনি যখন এইভাবে তা পড়েন তখন ২৭ আয়াত আপনার কাছে কি বলে ?
    সুখবর ঃ যখন মন্দ মানুষ এভং মন্দ রুহেরা ঈসা মশীহকে নির্যাতিত করেছিল, তখনও তিনি তাঁর বেহেশ্তী পিতার শক্তি ও মহব্বতের উপর ঈমান ধরে রেখেছিলেন। তার এই প্রকৃত ঈমানের জন্য আমাদের সন্দেহ থাকা সত্ত্বেও মাবুদ আল্লাহ কাছ থেকে আমরা আমাদের ও প্রিয়জনদের জন্য সাহায্য পেতে পারি।

    Version for printing    
    Downloads    
    Contact us    
    Web-master