GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

একটি মৃত গমের বীজ (ইউহোন্না ১২:২০-৩৩)


এটি ছিল দুনিয়াতে ঈসা মশীহের শেষ রাত। তিনি জানতেন যে, পরের দিন তাকে হত্যা করা হবে। এই অংশে উল্লেখিত কথাগুলোর মধ্য দিয়ে নাজাতদাতা তাঁর অন্তরের কিছু অস্থিরতা প্রকাশ করছিলেন, যা মৃতু্যর পূর্বে তাঁকে অন্তরকে অস্থির করে তুলেছিল।

১. কেন গ্রীকেরা তাদের অনুরোধ নিয়ে সরাসরি হজরত ঈসার কাছে আসেনি ? (২০-২১)
  • হজরত ফিলিপ কেন তার কথাটি গিয়ে সরাসরি ঈসা মশীহের কাছে বললেন না ? (২২)
    ২. 'নিজ প্রাণকে বেশী ভালবাসা'- এই কথাটির আসল অর্থ কি?
  • 'এই পৃথিবীতে নিজ প্রাণকে ঘৃণা করে' এই কথার আসল অর্থ কি ?
  • এই পৃথিবীতে কাজকে আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসাবে দাঁড় করিয়ে কেন আমরা মানুষেরা সুখী হতে পারি না ?
  • শিষ্যদের অভিজ্ঞতার আলোকে ২৬ আয়াতের অর্থ কি ?
  • ২৬ আয়াতকে কিভাবে আপনি আপনার জীবনে বাস্তবভাবে প্রয়োগ করতে পারেন ?
    ৩. ঐ মুহুর্তে ঈসা অন্তরে কি ধরণের অস্থিরতার সাথে সংগ্রাম করছিলেন (২৭-২৮)? ঈসা এসময় কি ধরণের বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন ?
  • মানবজাতির গুনাহের জন্য ঈসা মশীহ তাঁর প্রাণ দেবেন এটি দুনিয়াতে আসার আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরও এই পরিস্থিতিতে কেন ঈসা মশীহ এত বেশী অস্থির হয়ে উঠেছিলেন ?
  • হজরত ঈসা কেন গমের বীজের মত হবার পথ বেছে নিয়েছিলেন ?
    ৪. যদি আপনার সামনে এই সুযোগ আসতো তাহলে আপনি এই দুটির মধ্যে কোনটি বেছে নিতেন : একটি সুখী জীবন যা কারো কোন উপকারে আসে না, কিম্বা একটি কষ্টভোগের জীবন যা অন্যের জন্য আশর্ীবাদ বয়ে আনতে পারে ? আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন।
    ৫. 'এরই জন্য তো আমি এই সময় পর্যন্ত এসেছি' - ঈসা মশীহের মতো আপনি কি আপনার নিজের কষ্টের সময়ে এই কথা বলতে পারেন ? আপনার কারণগুলি আলোচনা করুন।
    ৬. কোনটি ঈসা মশীহ তাঁর জীবনের সবচেয়ে প্রধান উদ্দেশ্য হিসাবে স্থির করেছিলেন ? (২৮-২৯আয়াত)
  • পুত্রের মৃতু্যতে পিতা আল্লাহর নাম কিভাবে মহিমান্বিত হয় ?
    ৭. ৩১ ও ৩২ আয়াতের অর্থ কি ?
    ৮. হজরত ফিলিপ ও আন্দ্রিয়ের অনুরোধে ঈসা মশীহের উত্তরটি কি ছিল ? (২৩-৩৩)

    সুখবর : ঈসা মশীহ আমাদের প্রতি তার মহব্বতের কারণে নিজ জীবন কোরবানী করেছিলেন। তাহলে কি তাঁর প্রতি মহব্বতের চিহ্ন হিসাবে আমাদেরও তাঁর জন্য জীবন দেয়া উচিৎ নয় ?


    Version for printing    
    Downloads    
    Contact us    
    Web-master