GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

তুমি কি আমাকে মহব্বত কর? (ইউহোন্না ২১:১৫-১৯)


পটভূমি ঃ লক্ষ্য করুন যে হজরত পিতর ঈসা মশীহকে যতবার অস্বীকার করেছেন, ঠিক ততবারই তিনি তাঁকে ভালবাসেন বলে স্বীকারও করেছেন। মথি ২৬:৩৩ আয়াত দেখুন।

১. মনে করুন আপনি আপনার কোন বন্ধুর সাথে প্রতারণা করেছেন। পরবতর্ীতে যখন তার সাথে আপনার দেখা হলো, সেই বন্ধু হঠাৎ আপনাকে জিজ্ঞাসা করলো, 'তুমি কি আমাকে অন্যদের চেয়ে বেশী মহব্বত কর ?' কি ধরণের উদ্দেশ্য নিয়ে বন্ধুটি ঐ প্রশ্নটি আপনাকে করেছে বলে মনে হয় ?
  • কেন ঈসা মশীহ হজরত পিতরকে যে তিনি অন্যদের চেয়ে তাঁকে বেশী মহব্বত করেন কিনা ? (১৫)
    ২. মূল গ্রীক ভাষায় দেখা যায় যে ঈসা মশীহ প্রশ্ন করতে গিয়ে বাক্যে যে 'ক্রিয়া' ব্যবহার করেছেন, পিতর তার ভিন্ন 'ক্রিয়া' ব্যবহার করেছেন। (ঈসা : তুমি কি সত্যিই আমাকে মহব্বত কর ? পিতর : হ্যাঁ, আমি আপনার বন্ধু।) পিতর কেন এই বাক্যের ক্রিয়া পরিবর্তন করলেন ? (১৫-১৬)
  • তৃতীয় প্রশ্ন করতে গিয়ে ঈসা মশীহ পিতর যে বাক্য ব্যবহার করেছিলেন সেই মত বললেন (তুমি কি আমার বন্ধু ?)। কেন তিনি তা করলেন ? (১৭)
    ৩. ঈসা মশীহ যখন পিতরকে তৃতীয়বার প্রশ্ন করলেন তখন পিতর কেন দুঃখিত হলেন ? এর বিভিন্ন কারণ খুঁজে বের করুন।
  • ঈসা মশীহকে অস্বীকার করার আগ পর্যন্ত পিতর ঈসার প্রতির তার মহব্বত সম্বন্ধে ১০০% নিশ্চিত ছিলেন। আপনার কি মনে হয়, পিতরের সেই সময়কার মহব্বত কি খাঁটি ছিল ? কারণগুলো চিন্তা করুন।
  • ঈসা মশীহের প্রতি এখন পিতরের মহব্বতের কারণ কি ?
    ৪. ঈসা মশীহ ঠিক একইভাবে আজ আপনাকে এই প্রশ্ন করছেন , 'তুমি কি আমাকে মহব্বত কর? এর উত্তর দেয়া আপনার পক্ষে কতটুকু সহজ বা কঠিন ? কেন ?
    ৫. কেন ঈসা সবার সামনে , বিশেষ করে সমস্ত সাহাবীদের সামনে এই প্রশ্ন করলেন ?
  • কেন ঈসা মশীহ পিতরকে তিনবার দায়িত্ব অর্পণ করলেন ?
  • যদি এই আলোচনা সেদিন না হতো, তাহলে কিভাবে পিতরের ভবিষ্যত জীবন সম্ভবত অপ্রকাশিত থেকে যেতো ?
    ৬. বাস্তবিক ঈসায়ী জামাতগুলোতে শিশু ভেড়াগুলো চড়ানো, ভেড়াগুলো লালন পালন এবং ভেড়াগুলো চড়ানোর কি তাৎপর্য রয়েছে ?
  • এই ঘটনা পরবতর্ীতে হজরত পিতরের তাবলিগে কতটুকু প্রভাব ফেলেছিল ?
  • ঈসায়ী সমাজের একজন 'রাখাল' এর কথা ভাবুন যিনি সত্যিকারভাবে ঈসা মশীহকে মহব্বত করেন না। তিনি কিভাবে তার পরিচর্যা কাজ করবেন ?
  • কিতাবের এই অংশ অনুসারে, ঈসা মশীহ যাদেরকে দায়িত্ব অর্পণ করেন , তারা কেমন ?
    ৭. মৃতু্যর ভয়ে হজরত পিতর মাত্র একমাস আগে ঈসা মশীহকে অস্বীকার করেছেন। ১৮ ও ১৯ আয়াতে হজরত ঈসা ভবিষ্যতবাণী করেছেন যে, তিনি শহীদ হয়ে মৃতু্যবরণ করবেন। আগে থেকে প্রকাশিত এই তকদীরে পিতর কিভাবে তার পরবতর্ী জীবন অতিবাহিত করেছিলেন বলে আপনার মনে হয় ?
  • পিতর কেন আর মৃতু্যভয়ে ভীত ছিলেন না ?
  • আপনি যদি এটি বুঝতে পারেন যে, শুধুমাত্র জীবন দিয়ে নয় কিন্তু নিজের মৃতু্য দিয়েও আপনাকে আল্লাহকে গৌরবান্বিত করতে হবে, তাহলে আপনি তা কিভাবে গ্রহণ করবেন?
    ৮. এমনও হতে পারে যে, পিতরের মত আপনিও হজরত ঈসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু যা-ই হোক, ঈসা মশীহ আজ আপনাকে ঠিক যেভাবে পিতরকে আদেশ করেছিলেন সেই একইভাবে আদেশ করছেন ' আমাকে অনুসরণ কর'। আপনি তাঁকে কি উত্তর দেবেন ?

    Version for printing    
    Downloads    
    Contact us    
    Web-master