GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

৯\\ শত্রুকে মহব্বত করুন (লুক ৬:২৭-৩৮)



(এই অংশটি পড়ার সময় গত পাঠের কথা মনে করুন- আপনার প্রাত্যহিক জীবনে ঐ শিক্ষাগুলো আপনি কতটুকু পালন করেছেন)৷

২৭-৩০ আয়াত৷
(১) আমরা অনেকেই স্বীকার করব যে, ইসার এই শিক্ষা অনুসারে আমাদের চলা উচিত৷ কেন এভাবে চলা এত কঠিন?
  • ইসা যদি শুধু বলতেন-"তোমার শত্রুর প্রতি সদয় হও," তাহলে কি এটা সহজ হত?

    (২) মনে করুন, এই হুকুমগুলো আপনি আপনার পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে প্রয়োগ করা শুরু করলেন৷ তাহলে আপনার বাড়ি, সমাজ বা কর্মক্ষেত্রে কেমন পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়?
  • যে-ব্যক্তিকে আপনি পছন্দ করেন না, যদি তার জন্য আপনি মুনাজাত করেন, তাহলে ঐ-ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের কতটুকু উন্নতি হবে (২৮ )?

    (৩) ইসা মসিহ্ ঐ-হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, তবু কেন তাঁর এত শত্রু ছিল?

    (৪) ঘৃণাকারী ব্যক্তিকে ঘৃণা কী ক্ষতি করতে পারে?

    ৩১-৩৮ আয়াত৷
    (৫) কিতাবের এই অংশের বর্ণনা অনুসারে 'আল্লাহ্তা'লার বান্দা' এবং 'গুনাহ্গারদের' মধ্যে পার্থক্য কী?
  • আল্লাহ্তা'লার বান্দাদের সঙ্গে আপনার কতটুকু মিল রয়েছে আর গুনাহ্গারদের সঙ্গেই বা আপনার কতটুকু মিল রয়েছে?

    (৬) যারা অন্যদের সম্পর্কে সহানুভূতিশীল না-হয়ে শুধু অভিযোগ করে, তারা কী ভুল করে (৩৬-৩৮)?
  • নিঃশর্ত মহব্বত যাদের বেশি প্রয়োজন, তারা কারা?

    (৭) ৩৫ আয়াতে আমরা শত্রু হলেও আমাদের প্রতি আল্লাহর মহব্বতের বর্ণনা পাই৷ আয়াতটি পড়ে এই প্রশ্নটির উত্তর দিন- এমন নিঃশর্ত মহব্বতের ওপর বিশ্বাস করা একজন মানুষের পক্ষে সহজ না-কি কঠিন?

    (৮) যারা ঐ-হুকুমগুলো পালন করে তাদের জন্য মহাপুরস্কারের ওয়াদা করা হয়েছে (৩৫)৷ ইসা মসিহ্ হুকুমগুলো পালন করেছিলেন কিন্তু কোন পুরস্কারের পরিবর্তে তিনি হয়েছিলেন সলিববিদ্ধ৷ কেন?

    (৯) কীভাবে আমরা শত্রুকে মহব্বত করা শিখতে পারি?
  • যারা শত্রুকে মহব্বত করায় সফল হতে পারে নি, তারা কীভাবে আল্লাহ্তা'লার বান্দা হতে পারে?

    প্রকৃত অর্থে ইসা মসিহ্ই ছিলেন ইবনুল্লাহ৷ তিনি তীব্র যন্ত্রণার মধ্যেও তাঁর শত্রুদের মহব্বত করেছিলেন, তাদের জন্য মুনাজাত করেছিলেন৷ তিনি অবশ্য নিজে পুরস্কারটি নেন নি, কিন্তু ঐ-হুকুমগুলো পালন না-করতে পারার জন্য যারা ক্ষমাপ্রাথর্ী, তাদেরকে তা দান করেছিলেন৷
    ব্যক্তিগত অভিমতঃ তারিখঃ


    Version for printing    
    Downloads    
    Contact us    
    Web-master