GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

২০. দৈহিক পুনরুত্থান নয়(১২ঃ১৮-২৭)


পটভূমি ঃ ঈসা মশীহের সময়ে সদ্দূকী সমপ্রদায় ছিল সবের্াচ্চ ধমর্ীয় দল। এই দলের মধ্য থেকে সাধারণতঃ মহাপুরোহিত বাছাই করা হত(প্রেরিত ৫ঃ৭)। সদ্দূকীরা আল্লাহকে এবং মূসা নবীর তাওরাত শরীফ (পয়দায়েশ-দ্বিতীয় বিবরণ) বিশ্বাস করতো, কিন্তু তারা দৈহিক পুনরুত্থান, আত্মাদের দুনিয়া, অথবা আখেরী জীবনে বিশ্বাস করতো না। আমাদের বর্তমান সময়ে অনেক উদারমনা আলেমরা ঈসার সময়ে সদ্দূকীদের মতই। (২৪ আয়াত খেয়াল করুন)
১. সদ্দূকীরা ঈসা মশীহের কাছ থেকে তাদের প্রশ্নের কি উত্তর আশা করেছিল ?(১৮-২৩)
 • কেন সদ্দূকীরা দৈহিক পুনরুত্থানকে অসম্ভব এবং হাস্যকর বলে মনে করতো ?
 • এই পাঠের আলোকে সদ্দুকীদের মূল আলোচনার বিষয় কি ছিল ?
  ২. নিম্মের পরিস্থিতিগুলো কল্পনা করুন ঃ
 • আপনি একজন সদ্দূকী এবং আপনি এই মাত্র শুনলেন যে আপনার এক বন্ধুর ক্যান্সার হয়েছে যা কখনও সুস্থ হবে না। আপনি তাকে কিভাবে স্বান্তনা দেবেন?
 • আপনি একজন সদ্দূকী এবং এবং আপনি একজনের সমাধি অনুষ্ঠানে যোগ দিয়েছেন যেখানে সেই ব্যক্তির বিধবা স্ত্রী অঝোরে কাঁদছেন। আপনি তাকে কি বলবেন ?
  ৩. যে ব্যক্তি দৈহিক পুনরুত্থানে বিশ্বাস করে না মাবুদ আল্লাহ সম্পর্কে তার মধ্যে কি ধারণা আছে?
 • যে ব্যক্তি আখেরী বেহেশ্ত কিম্বা দোজখ্ বিশ্বাস করে না তার কাছে 'নাজাত' এর কি অর্থ হতে পারে ?
 • আপনার কি মনে হয় সদ্দূকীরা কোন ধরণের নাজাতদাতার অপেক্ষা করছিল ?
  ৪. কেন সদ্দূকীরা সঠিক মতবাদ এবং নাজাতের ঈমান থেকে দূরে সরে গিয়েছিল ? (২৪)
 • কেন আমাদের বর্তমান সময়ের উদাপন্থী আলেমেরাও সদ্দূকীরা যে ভুল করেছে তা তারাও করছে ?
 • উদারপন্থী আলেমেরা যারা দৈহিক পুনরুত্থানকে অস্বীকার করে তাদের প্রতারণার হাত থেকে মানুষ কিভাবে রক্ষা পেতে পারে ?
  ৫. পুনরুত্থানের উপর নিজের ঈমান ধরে রাখার জন্য ঈসা মশীহ কি যুক্তি ব্যবগার করেছিলেন? (২৬-২৭)
 • দলনেতা এখানে ইব্রীহিম(আঃ), ইস্হাক ও ইয়াকুব (আঃ) এর ঈমানের বিষয়ে ইব্রাণী ১১ঃ১৬-১৭ আয়াত পড়তে পারেন। যদি এই তিনজন নবী পুনরুত্থানে বিশ্বাস না করতেন, তাহলে তাদের জীবনে কৃত্রিমভাবে যে পরিসমাপ্তি ঘটানো হয়েছিল তা তারা কিভাবে গ্রহণ করতেন ?
 • আপনি যদি দৈহিক পুনরুত্থানে বিশ্বাস না করেন তাহলে আপনার জীবন কিসের মত ?
  ৬. ইঞ্জিল শরীফ আমাদেরকে এই কথা বলে যে কিছু ফরীশীরা ঈসা মশীহের উপর ঈমান এনেছিল, কিন্তু কোন সদ্দুকী ঈমান আনেনি। আপনার কি মনে হয় কেন এমন হয়েছিল ?
  ৭. আমাদের মধ্যে যারা মৃতু্যকে ভয় করে তাদের জন্য এই পাঠ্যাংশে কি শিক্ষা দেয়া আছে?
 • ' আল্লাহতো মৃতদের আল্লাহ নন, তিনি তো জীবিতদের আল্লাহ'- এই কথাগুলো ব্যক্তিগতভাবে আপনার কাছে কি অর্থ বহন করে ?

  সুখবর ঃ যদি আল্লাহ মৃতদের আল্লাহ না হন কিন্তু জীবিতদের আল্লাহ হন, তাহলে কেন সেই আল্লাহকেই মৃতু্যবরণ করতে হয়েছিল ? এটি হয়েছিল একারণেই যে, গোনাহ্গারদেরকে আখেরী মৃতু্য থেকে রক্ষা করে আখেরী জীবনের দিকে নিয়ে যাওয়ার জন্য এছাড়া আর কোন উপায় ছিল না।

  Version for printing    
  Downloads    
  Contact us    
  Web-master