GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

ভূমিকা

মুক্তিবারতা-তিন এর মাধ্যমে আপনি অন্যদের নিকট ইসা মসিহের পরিচয় তুলে ধরতে পারেন৷ আপনার বন্ধুদেরকে দাওয়াত করুন, যেন ইউহোন্নার সিপারাটি তাঁরাও আপনার সঙ্গে পাঠ করেন৷ কিতাবুল মোকাদ্দস সম্পর্কে পূর্বধারনা না-থাকলেও এই প্রশ্নগুলোর মাধ্যমে মুক্তিবারতা-তিন এ অংশগ্রহণকারীদেরকে পরিচালনা করা কঠিন নয়৷

শিক্ষানির্দেশক অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দেবেন না, তিনি শুধু প্রশ্নগুলো পাঠ করলেই যথেষ্ট৷ তারপর তিনি পাকরুহের ওপর নির্ভর করতে পারেন, যেন পাককিতাব উপলব্ধি করার জন্য সকলের অন্তর খুলে যায়৷

একেকটি পাঠ শেষ করতে সবের্াচ্চ দেড় ঘন্টার চেয়ে বেশি সময় নেয়া ঠিক নয়৷ সময়মত শুরু এবং শেষ করুন৷ এটা জরুরি, তা না হলে ব্যস্তলোকেরা অংশগ্রহণ করা বন্ধ করে দিতে পারে৷

আপনি যদি প্রথমবারের মত মুক্তিবারতা-তিন ব্যবহার করে থাকেন তাহলে সহজ পাঠগুলো থেকে শুরু করতে পারেন৷ প্রতিটি পাঠ শুরুর পূর্বে শিরোনামে উল্লেখিত কিতাবের অংশটুকু মনোযোগ দিয়ে পাঠ করুন৷ আপনি এ-পাঠগুলো থেকে শুরু করতে পারেন- জীবন রুটি (৯); খাঁটি আঙ্গুর রস (১৮); আমরা মসীহের দেখা পেয়েছি (২)৷

আপনি যদি দেখেন যে, কোন পাঠে অনেক প্রশ্ন রয়েছে, তাহলে অবশ্যই আপনাকে সবগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না৷ তবে কিছু-কিছু প্রশ্ন বাদ দিলেও পাঠ শেষের প্রশ্নগুলো বাদ দেবেন না, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে৷ আমরা প্রতি পাঠের শেষেই একটি উপসংহার টানতে চেষ্টা করেছি৷ কিতাবে শুধু এই কথাই বলা নেই যে, আল্লাহ্তা'লা মহব্বত; সে-সংগে গুনাহ্গারদের প্রতি মহব্বত করার জন্য আল্লাহ্তা'লাকে যে কতটুকু মূল্য দিতে হয়েছে, সে-কথাও বলা আছে৷

দল গঠনে মুক্তিবারতা-তিন আপনাকে তিনভাবে সাহায্য করতে পারে: (১) ক্ষুদ্র দল গঠনে কার্যকরী কর্মসূচী দান করা; (২) নেতৃত্ব গঠনে শক্তিশালী করে তোলা এবং (৩) ইসা মসিহের বিষয়ে তবলিগ করা৷

প্রকাশক
সেপ্টেম্বর, ২০০৩; ঢাকা৷

Version for printing    
Downloads    
Contact us    
Web-master